মেডিকেল প্রতিবেদক :- রবিবার (১১ই আগস্ট) গাজীপুরের জয়দেবপুরের কোনাবাড়ি এলাকায় নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে।
রফিকুল ইসলামকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগ দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন।
রফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পূর্ব সুগাতি গ্রামের মোঃ শামসের আলীর ছেলে ছিল।বর্তমানে সে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া থাকতো।
নিহতের সহকর্মী হাসিব জানান, আমরা নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করি। আমরা তৃতীয় তলায় কাজ করছিলাম। এ সময় ওই ভবনের ছয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় রফিকুল। তবে সে কি কাজে ছয় তলায় গিয়েছিল সে বিষয়টি বলতে পারি না। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।