1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

মর্গে মরদেহ আটকে রেখে ঘুষ ঢামেকে,অভিযোগে আটক ২ জন

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক :-  ঘুষ খাওয়ায় থেমে নেই মরদেহ নিয়ে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মর্গে মরদেহ আটকে রেখে তা স্বজনদের কাছে হস্তান্তরের ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মাহিন সরকার ও মেডিকেল টিমের সদস্য নাহিদা বুশরাসহ মরদেহের স্বজনরা এই অভিযোগ করেন।

জানা গেছে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মর্গের ক্লিনার মোঃ খোকন মৃতের স্বজনদের কাছে দশ হাজার টাকা ঘুষ দাবি করছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম ও নিহতের স্বজনরা।

তারা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ক্ষেত্রে মৃত্যু সনদের উপর ‘পুলিশ কেস’ দেখিয়ে জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করছিলেন অভিযুক্ত মর্গের ক্লিনার খোকন লাল।

অতিরিক্ত টাকা বা ঘুষ না দিলে সংশ্লিষ্ট থানায় গিয়ে অনুমোদন নিয়ে আসার কথা বলে হয়রানি করা হয় বলেও জানান তারা।তবে ক্লিনার খোকন এসব কথা অস্বীকার করেছেন।

আজ দুপুরের দিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে দুইজন মৃতের স্বজনরা জানান, মরদেহ হস্তান্তরের ক্ষেত্রে মর্গে বা মর্গের বাইরের কেউ এভাবে টাকা চাইতে পারে না। এটা রীতিমত ঘুষ বাণিজ্যের পর্যায়ে দাঁড়িয়েছে।

মৃতের আত্মীয় মোঃ ফারুক জানান,
গত বৃহস্পতিবার দেয়াল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে আহত হন মিরপুরের বাসিন্দা শাহজালাল । শুক্রবার রাতে ঢামেকের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা মৃতের মরদেহ
নিতে গেলে মর্গের ক্লিনার খোকন ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে এক
চিকিৎসকের মাধ্যমে যোগাযোগ করলে অভিযুক্ত খোকন আট হাজার টাকায় রাজি হন বলে জানান তিনি।

অপর ঘটনায় গত ৫ আগস্ট যশোরে আন্দোলনের সময় একটি ভবনে দুর্বৃত্তরা
আগুন দিলে ভবনে আটকে পড়ে সাকিব (১৭) নামে এক শিক্ষার্থী দগ্ধ হন । পরে গতকাল ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাকিবের বাবা আলাউদ্দিনের অভিযোগ
তার কাছেও ছেলের মরদেহ হস্তান্তরের জন্য ১০ হাজার টাকা চেয়েছেন খোকন। তবে তিনি তা দিতে রাজি হননি।

মরদেহের স্বজনরা দাবি করেন, কোনো কারণ ছাড়াই এই দুটি মরদেহের মৃত্যুসনদে ‘পুলিশ কেইস’ উল্লেখ করে সিল মারা হয়েছে।তারা আরও জানান,
এখন কোনো পুলিশের কার্যক্রম নেই। তবুও কেন পুলিশের নামে স্বাক্ষর করা হলো? তারা এভাবে মরদেহ আটকে রেখে ব্যবসা করছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মাহিন সরকার জানান, আমরা তাতক্ষণিক বিষয়টি হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামানকে অবহিত করি। এ সময় ঢামেক হাসপাতালের পরিচালকের নির্দেশে ঘটনাস্থলে আসেন সহকারী পরিচালক আব্দুর রহমান। তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকেই এমন কথা শুনছি। তবে কখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযুক্তরা লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতে পারব।

এই ঘটনায় গতকাল শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করলে সেনা সদস্যরা এসে অভিযুক্ত খোকন ও মর্গের সর্দারকে আটক করেন এবং আনসারের হেফাজতে দেন।

অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই হাসপাতালের বিভাগীয় নিয়ম এবং দেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট