1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

যশোরে বিএনপি’র ১৩ নেতাকর্মী বহিষ্কার,চাঁদাবাজি-হামলার অভিযোগে

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :-  বুধবার (৭ আগস্ট) ও বৃহস্পতিবার (৮ আগস্ট) বিএনপি, যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলার সভাপতি-সম্পাদকের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব নেতাদের বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে উপজেলা বিএনপির পাঁচজন, যুবদলের চারজন ও ছাত্রদলের চারজন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলার ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থাগিত করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনূস আলী রাজনীতির সঙ্গে ব্যবসার সঙ্গেও জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। শেখ হাসিনা দেশ ত্যাগের পরে ইউনূস সেই সব দ্বন্দ্ব থাকা আওয়ামী লীগের সমর্থিত ব্যবসায়ীদের হুমকি ও ভাঙচুর করেছেন। অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্য ও সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছেন।

সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্য করে যশোরে বিএনপির ও সহযোগী সংগঠনের বহিষ্কৃত ১৩ নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, চাঁদাবাজি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সংগঠন তাদের বহিষ্কার করেছে।

গত ৭ আগস্ট গঠনে  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক নির্দেশে সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করার অভিযোগে সদর উপজেলার আরও এক ইউনিয়ন নেতা, মনিরামপুর উপজেলার ১ ও কেশবপুর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে কেশবপুর উপজেলা যুবদলের তিনজন ও সদর উপজেলা যুবলীগের একজনসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।

হামলা, হুমকি ভাঙচুরের ঘটনায় সদর মনিরামপুর ও কেশবপুরের চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে ঝিকরগাছা বাজারে উপজেলা বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসব কারণে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অস্থিশীল পরিস্থিতির মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলার দায়ে ঝিকরগাছা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা ভঙ্গ করায় ছাত্রদলের চারজনকে বহিষ্কার করা হয়েছে।চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মানার অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট