মেডিকেল প্রতিবেদক ঢাকা :- শনিবার (২৭জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের দক্ষিণ পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন।
পুলিশ নবজাতক শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপরিদর্শক ( এসআই) আশরাফ ।তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে
একটি কালো পলিথিন ব্যাগের ভিতর এক দিনের নবজাতকের অচেতন দেহটি উদ্ধার করি। পরে জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত জানান ওই নবজাতটি আর বেঁচে নেই।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এস আই আশরাফ।
এসআই আরো জানান, আমরা ধারণা করছি ব্যাগের ভিতরে ওই নবজাতককে কেউ সেখানে ফেলে গেছে। আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।