রাজধানীর যাত্রাবাড়ী ফলের আড়তের সামনে পুলিশের গুলিতে অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বৃহস্পতিবার(১৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কিশোর সৌরভ জানান,বিকাল সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক রিকশাচালককে যাত্রাবাড়ি ফলের আড়তের সামনে পড়ে থাকতে দেখি।এ সময় তার পাশেই একটি রিক্সা পড়ে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই। কিন্তু আমি ওই রিকশাচালকের নাম বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক
অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।