মেডিকেল প্রতিবেদক ঢাকা :- আজ বৃহস্পতিবার (১৮ই জুলাই) সকাল দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাওলা এলাকায় সংস্কারপন্থী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন পথচারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
পথচারী দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।আহতরা হলেন,মোঃ রিয়াদ (২৩) ও আশরাফুল (২৩)
অপরদিকে গুলিস্তানের পাতাল মার্কেটে সামনে আজ সকাল পৌনে নয়টার দিকে মোঃ রফিক (২২) নামে এক পেয়ারা বিক্রেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে।
পেয়ারা বিক্রেতা রফিক জানান “ভাই আমরা গরিব মানুষ সকাল বেলা গুলিস্তানে পেয়ারা বিক্রি করতে আইছিলাম”। হঠাৎ ১০-১২ জন ছাত্র দৌড়াইয়া আইসা আমারে কয় আজকে রাস্তায় নামছস কেন, তারপর পরপরই
আমার বাম পায়ের উরুতে চাকু দিয়ে পার মাইরা আমার কাছে থাকা ২০২০ টাকা নিয়ে পালিয়ে যায়”।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান
আজ সকালের দিকে গুলিস্তান এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম এক যুবককে এবং যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়গুলি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। বর্তমানে আহত তিনজনই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।