মেডিকেল প্রতিবেদক ঢাকা :- রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিতে আহত হয়ে বাবা ও ছেলে সহ ছয়জন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। গুলিবিদ্ধরা হলেন,বাবা বাবু মিয়া (৫০) ছেলে রোহিত মিয়া (০২) মোঃ ফয়সাল (১৮), মনিরুল ইসলাম (২০) মোঃ মিয়াসহ (১৭) মোঃ সোহাগ মিয়া (২৭) এদের মধ্যে ফয়সাল এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬:৩০ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ছয় জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
ফয়সালকে নিয়ে আসা তানজিল জানান, আমরা ফয়সালসহ চারজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে গুলি এসে ফয়সালসহ চারজনের লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ফয়সলকে ভর্তি দেওয়া হয়েছে।চিকিৎসক জানিয়েছে অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বাবা ছেলে কে উদ্ধার করে নিয়ে আসা তার স্ত্রী লিপি আক্তার জানান,যাত্রাবাড়ীর শনির আখড়া বর্ণমালা স্কুলের পাশের একটি বাসার নিচ তলায় বসা ছিল ওই সময় জানলা দিয়ে হঠাৎ করে আমার ছেলে ও আমার স্বামী শরীরে গুলি লাগে।পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান যাত্রাবাড়ীর শনির আখড়া ও ধনিয়া এলাকা থেকে ছয় জন গুলিবিদ্ধ হয়ে এসেছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে ভর্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।