1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা,বন্যার্তদের জন্য উত্তোলনের টাকা কেন্দ্র করে

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক ঢাকা :-   রাজধানীর রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিং এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হাফিজ (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের সহকর্মী সাকিবুল ইসলাম জানান, আমরা বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতা উঠিয়েছি আমরা আজকে রাত্রে বন্যার্তদের মধ্যে সাহায্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।

আমাদের কাছে প্রায় ৬৫হাজার টাকা ছিল ওই টাকা নিয়ে আমাদের ফেনীতে যাওয়ার কথা ছিল,ওই সময় একটি চায়ের দোকানে বসে ছিল,ওই সময় প্রতিপক্ষের লোকজন হাফিজ ভাইয়ের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দিলে ওই সময় হাফিজ ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত হাফিজ সিদ্ধেশ্বরী স্কুল এন্ড কলেজের চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

তিনি আরো জানান,নিহতের নিজ বাসা প: রামপুরার পাকা মসজিদ এলাকার ২৮১ নম্বর বাসার লুৎফর রহমানের সন্তান। নিহত তিন ভাই সে ছিল মেজ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট