1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধান কাটায় যন্ত্রের ব্যবহার,কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে তামাশা শেষ নেই রাষ্ট্রযন্ত্রের:বিএমএসএফ কৃষি খাতের শ্রমিকদের দুরাবস্থার অবসানকল্পে পদক্ষেপ জরুরি:শেখ নাসির উদ্দিন সিলেটে বিআইডব্লিউটিএ’র দুই কোটি টাকার টেন্ডার ৫৭ লাখে নিয়েছে আ. লীগ সিন্ডিকেট পটুয়াখালী ভার্সিটির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন ড. মুহাম্মদ ইউনূস ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবার পেল প্রধান উপদেষ্টার ঘর উপহার প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে:কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া শ্রমিক

নিরাপদ রাষ্ট্র গঠন করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জন জোটের ” জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :- শনিবার (২৮ সেপ্টেম্বর)  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে হেদায়েত উল্লাহ্ মৃধা ও সুরাইয়া ইয়াসমিনের সঞ্চলনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী ।

প্রধান বক্তা হিসাবে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণ ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি বলেন – শেখ হাসিনার পতন হয়েছে ঠিক কিন্তু দেশে এখনও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে । তাই অন্তর্বতীকালীন সরকারকে সময় দিতে হবে । তারা যেন সময় নিয়ে দেশকে সঠিক সংস্কার করে । আর যেন শেখ হাসিনার মত সরকার তৈরি না হয় ।

আরও বক্তব্য রাখেন – এবি পার্টির যুগ্ম মহা সচিব ব্যারিষ্টার মোঃ ফুয়াদ ।

তিনি বলেন – রাষ্ট্র এখন মেরামতের কাজ চলছে । সংবিধান সংস্কারের কাজ চলছে । জনগন চায় প্রত্যাশা পূরনেই কেবল রাষ্ট্র এবং সংবিধান যেন সংস্কার করা হয় । এবং জন জোটের সফলতা কামনা করেন ।

আরও বক্তব্য রাখেন – গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচীব তারেক রহমান-

তিনি বলেন – শেখ হাসিনার আজ জন্ম দিন । পাগলিটা আজ বাংলাদেশে নেই । এটা নিয়ে অনেকেই দুঃখ হয় । স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে যারা দুঃখ পায় তারা ভারতের দালাল । জন জোটের ভবিষ্য আরো সুন্দর হবে বলে মন্তব্য করেন ।

তারেক আরে বলেন – ৩ মাসের মধ্যে নির্বাচন না দিলে এই সরকার জামেলায় পড়তে পারে । জন জোট ভবিষ্যতে আরো চমৎকার ও গুছালো প্রোগ্রাম করতে পারে বলে তিনি আশা ব্যাক্ত করেন ।

আরও বক্তব্য রাখেন – বাংলাদেশ লেভার পার্টির চ্যায়ারম্যান – ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান-

তিনি বলেন – সতর্ক দিয়ে বলছি শেখ হাসিনার দালালেরা সাবধান হয়ে যান । এরা যেন আমাদের আশেপাশে না থাকে । শেখ হাসিনার দালালদেরই এই দেশে বিচার হবে । জন জোট সকলের সঙ্গে এগিয়ে যাক দোয়া রইল ।

আরও বক্তব্য প্রদান করেন – জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধান –

তিনি বলেন – বাংলাদেশ জনগন আগ্রাসন কে মেনে নেয়নি এবং নিবেনা । তাই যারা বিগত সরকারের চামচামি করেছে তারা সাবধান হয়ে যান৷।

বাংলাদেশ জন জোটের সম্মেলনে উল্লেখিত কর্মসূচিগুলো বেশ চমৎকার । আমরাও এর সাথে একমত এবং জন জোটের সফলতা কামনা করছি ।

আরও বক্তব্য রাখেন – জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন –

তিনি বলেন বৈষহীন দেশ গড়তে হলে এবং মেধার সঠিক মূল্যায়নের জন্য আবেদনের বয়সসীমা উঠিয়ে দিতে হবে এবং উদ্যোক্তা তৈরিতে হাত দিতে হবে । আমরা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ চাই । তিনি বলেন বাংলাদেশ জন জোট একটি শৃঙ্খল রাজনৈতিক সংগঠন ।

আরও বক্তব্য রাখেন শ্রমিক জন জোটের সমন্বয়ক হাসান আলী স্বপন –

তিনি বলেন – শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করবে বাংলাদেশ জন জোট ।

আরও বক্তব্য রাখেন ছাত্র জম জোটের সমন্বয়ক মোবারক হোসেন ঈশান –

তিনি বলেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে । অতএব বাংলাদেশ ছাত্র জন জোট সব সময় বৈষম্য দূর করতে অঙ্গীকারবদ্ধ ।

আরও বক্তব্য রাখেন নারী জন জোটের সমন্বয়ক রেশমা আক্তার –

তিনি বলেন শেখ হাসিনার পতনে নারীদের অগ্রনী ভুমিকা ছিল। যাহা জাতী দেখেছে । তাই বলে দিতে চাই আর কোন স্বৈরাচার যেন তৈরি না হয় । নতুবা নারীরা আবার জেগে উঠবে ।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় উপদেষ্টা হারুন অর রশিদ খাঁন-

তিনি বলেন – বাংলাদেশ জন জোটের সম্মেলনের যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে তাহা বাস্তবায়ন করা হবে । ভোটাধিকার ফিরিয়ে আনতে তত্ববধায়ক সরকারের বিকল্প নেই ।

আরও বক্তব্য রাখেন – জন জোটের অন্যতম উপদেষ্টা – জসিমউদদীন খাঁন-

তিনি বলেন – আমি জন জোটের সফলতা কামনা করি এবং জন জোটের তরুন ও যুবকরা এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।

আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ –

তিনি বলেন দেশে আজ অনেক কিছু সংস্কার প্রয়োজন । আমি আশাকরি এই সরকার সে দায়িত্ব নিয়ে দীর্ঘ দিনের সেই প্রত্যাশা পূরন করবে৷।

আরও বক্তব্য রাখেন combine Human rights world এর চ্যায়ারম্যান সুহেল মৃধা –

তিনি বলেন – বাংলাদেশ জন জোটের এমন সম্মেলনে আমি আশাবাদী তারা ভবিষ্যতে আরো ভাল করবে ইনশাআল্লাহ্ । আমি আশাকরি দেশের জনগণ তাঁদের কর্মসূচির সাথে একমত হবে।

সভাপতির বক্তব্যে ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজী বলেন – বাংলাদেশ জন জোট একটি রাজনৈতিক সংগঠক। এটি ভবিষ্যতে পার্টি হতে যাচ্ছে ইনশাআল্লাহ্ ।

দ্রব্য মূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙ্গে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ । বিচার বিভাগ,নির্বাচন কমিশন, দুদককে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে যেন গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং জিরো দূর্নীতির দেশ হয় বাংলাদেশ।

জাতীয়তাবাদ ও উদার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ধারণ করে আমরা আমাদের রাজনীতি স্থির করেছি।

আপনাদের সবাইকে বাংলাদেশ জন জোটে আমন্ত্রণ জানাচ্ছি । এই বলে তিনি সম্মেলনে সমাপ্তি ঘোষণা করেন ।

আরও বক্তব্য রাখেন – গণ ফোরামের তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মাহমুদউল্লাহ মধু , ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক ইসমাইল সম্রাট । ছাত্র গণতন্ত্র ঐক্য মঞ্চের আহবায়ক আবদুল্লাহ হোসেন সহ আরো অনেক দল ও সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট